জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা মন্ডল পাড়ায় নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ক উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। সামাজিক প্রতিষ্ঠান শেকড়ের উদ্যোগে ১৯ তারিখ, বুধবার, বিকাল ৩.৩০ মিনিটে শুধুমাত্র মহিলাদের জন্য আয়োজিত এ বৈঠকে স্থানীয় নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে আলোচনা করেন কালাই হাসপাতালের সাবেক পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) মোছাঃ বিলকিস বেগম। অনুষ্ঠানে স্তন ও জরায়ু ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, ঝুঁকি নিরুপণ, এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন। পাশাপাশি,নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

সাজিয়া ইসলাম পায়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকড়ের উপদেষ্টা মুন্জুয়ারা ইসলাম, মোঃ সাজ্জাদুল ইসলাম, প্রতিষ্ঠানের কো ফাউন্ডার মোঃ আরমান হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শেকড়ের প্রতিষ্ঠাতা সাজিয়া ইসলাম পায়েল বলেন, “প্রান্তিক পর্যায়ে সচেতনতা খুবই জরুরী। সচেতনতার অভাবে মা-বোনদের যাতে মৃত্যুবরণ করতে না হয় সেকারণে এমন আয়োজনকে সবার সহযোগিতা করা উচিত।”

পায়েল আরো বলেন, ”স্তন ও জরায়ু ক্যান্সারের প্রতিরোধ বা প্রতিকারে সবচেয়ে বড়ো বাধা হচ্ছে বিষয়টিকে ট্যাবু বা নিষিদ্ধ ভাবা। এ বাধার দেয়াল আমাদেরই ভাঙতে হবে।”

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এবং ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। উঠান বৈঠকে হারুঞ্জা গ্রামের প্রায় ৬০ জন নারী নিয়মিত স্বাস্থ্য সচেতন থাকার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *